লালকার্ডে কেঁদে মাঠ ছাড়লেন রোনালদো।

                                   ছবি: সংগৃহীত
কান্নায় ভেঙ্গে পড়েন রোনালদো।
গেল দলবদলে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক শেষ করে ইতালির ক্লাব জুভান্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নতুন ঠিকানায় সময়টা মোটেই নিজের পক্ষে আনতে পারছেন না পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড!
নতুন ক্লাবের হয়ে প্রথম তিন ম্যাচেই ছিলেন গোল শূণ্য। চতুর্থ ম্যাচে যদিও দুই গোল পান। কিন্তু বুধবার দিবাগত রাতের নিজের পঞ্চম ম্যাচে ঘটলো আরও দুঃখ জনক ঘটনা। এদিন ভ্যালেনসিয়ার বিপক্ষে প্রথমার্ধেই লাল কার্ড পান রোনালদো। লালকার্ড পেয়ে মাঠেই কেঁদে ফেলেন তিনি। কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপে জুভেন্টাস-ভ্যালেন্সিয়া ম্যাচের ২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার জেসন মুরিলো রোনালদোর কাছাকাছি থাকার সময় পড়ে যান। খালি চোখে দেখে মনে হয় রোনালদো তাকে ফেলে দেন। এসময় রোনালদো মুরিলোর চুলে হাত দিলে ঘটনা লাল কার্ড পর্যন্ত গড়ায়।

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভ্যালেন্সিয়ার ওই ডিফেন্ডার অভিনয় করেছেন। কিন্তু ভিএআর প্রযুক্তি না থাকায় বেঁচে যান ওই ডিফেন্ডার। তা না হলে হয়তো উল্টো তিনিই লালকার্ড পেয়ে যেতেন। কিন্তু তার ভাগ্যটা ভালোই বলতে হবে।
যদিও মাঠের রেফারি প্রথমে লাল কার্ড দেননি। কিন্তু গোল লাইনের পাশে থাকা সহকারী রেফারি লালকার্ডের মত দেন। কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন রোনালদো।
ঘটনাবহুল এই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় জুভেন্টাস। দুটি গোলই করেন মিরালেম। ম্যাচের ৪৫ মিনিটে ও ৫১ মিনিটে করা দুটি গোলই আসে পেনাল্টি থেকে।

রোনালদোর লাল কার্ডের পরও জিতেছে জুভেন্টাস।

রোনালদোর লাল কার্ডের পরও জিতেছে জুভেন্টাস।
জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের ‘অভিষেক’ মোটেও সুখকর হলো না ক্রিস্তিয়ানো রোনালদোর। বুধবার রাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। দলের সেরা অস্ত্রকে ছাড়াই অবশ্য ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
২৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ভ্যালেন্সিয়া ডিফেন্ডার মুরিলোকে ফাউল করার পর তার চুল ধরে টান মারার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন পর্তুগিজ উইঙ্গার। স্পেনে ফেরাটা মোটেও সুখকর হলো না তার জন্য।
রোনালদোকে ছাড়াই ১০ জনের দল নিয়ে জয় পেয়েছে জুভেন্টাস। দুই অর্ধের দুই পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক লিওনেল মেসি

লিওনের মেসির রেকর্ড হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে পিএসভিকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর নিজেদের প্রথম ম্যাচে নেইমারের পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো মেসি-সুয়ারেজদের। তবে গোলের জন্য ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। মেসির নৈপুণ্যে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান ডেম্বেলে। এর দু মিনিট পর নিজের দ্বিতীয় গোলে বার্সাকে ৩-০’র লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।
৭৯ মিনিটে উমতিতি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি পিএসভি। উল্টো ৮৭ মিনিটে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ৮ হ্যাটট্রিকের মালিক এখন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লিওনেল মেসি দুর্দান্ত হ্যাটট্রিকে বিশাল জয় পেল ১০ জনের বার্সা! | Messi hat trick | FCB vs PSV 4-0

লিওনেল মেসি দুর্দান্ত হ্যাটট্রিকে বিশাল জয় পেল ১০ জনের বার্সা! | Messi hat trick | FCB vs PSV 4-0